Skip to main content

Posts

Showing posts from December, 2024

আওয়ামী লীগ কি কখনো ক্ষমতায় আসবে?

  আওয়ামী লীগ কি কখনো ক্ষমতায় আসবে? নুরুল মোস্তফা কামাল জাফরী চট্টগ্রামী আমার দৃষ্টিতে আওয়ামী লীগ আর টিকে থাকবেনা। অস্তিত্ব হিসেবেওনা। যুক্তিগুলো নিচে তুলে ধরলাম। আওয়ামী আর মতবাদ নাই। *বঙ্গবন্ধু নিজেই এটাকে মুজিববাদ করে গেছেন। *হাসিনা করে গেছেন হাসিনাবাদ। আওয়ামী লীগ গত এত বছরে নিজেদের তাত্ত্বিক ভিত্তি প্রতিষ্ঠিত করতে পারেনি। এর প্রমাণ আওয়ামী লিটারেচার। যেটা শুধু বন্দনা ভিত্তিক, লেজুড়ভিত্তিক। তাত্ত্বিক দুর্বলতা আওয়ামী লীগকে জনমুখি হতে ভয় পাইয়ে দিয়েছিল, যার ফলে তারা সরাসরি জনঅংশগ্রহণমূলক নির্বাচন দিতে ভয় পেয়েছে পৃথিবীর কোন মতবাদের মানুষ এভাবে পালিয়ে যায়নি, খোমেনি পালান্নি, তাঁকে নির্বাসন দেওয়া হয়, দালাই লামা পালান নি, রাজনৈতিক আশ্রয় নিয়ে সরকার চালাচ্ছেন, গ্রীক রাজা নির্বাসনে যান। খমেনি কেবল ফিরতে পেরেছিলেন কারণ আদরশিক ভিত্তি ছিল আওয়ামী যে অপরাধগুলো করে প্রমাণ রেখে গেছে বা থেকে গেছে তা জাতীয় ও আন্তর্জাতিক আদালতে এমনিতেই প্রমাণ হবে যে আওয়ামী লীগ গনহত্যা, গুম, মানবতাবিরোধী অপরাধ-এর সাথে জড়িত। এর ফলে আওয়ামী লীগ শুধু দেশে নয় বিদেশেও নিষিদ্ধ হবে। যেহেতু আওয়ামী লীগ কোন ইজম হিসেবে নিজেকে প্র...

ভারতবিরোধী যুদ্ধে সার্বিক প্রস্তুতিতে করণীয়

  ভারতবিরোধী যুদ্ধে সার্বিক প্রস্তুতিতে করণীয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ এখন বাস্তবতা। বিপ্লবের পর আমরা দিন দিন ভারতীয় ঘৃণা বাড়তে দেখছি। ভারত কোন কালেই আমাদের বন্ধু হবেনা। তাই প্রস্তাভগুলো তুলে ধরলাম। আমার প্রস্তাব পুরোটাই যুদ্ধ প্রস্তুতি কেন্দ্রিক। এতে অতিবিপ্লবী চরিত্র ধরা পড়তেই পারে। কিন্তু রাষ্ট্র যদি প্রথম অগ্রাধিকার হয় তবে এর বিকল্প নাই। প্রস্তাবগুলো হল- ভারতের বিরুদ্ধে সামাজিক সংহতি ও সচেতনতা তৈরী করতে গ্রাম থেকে জাতীয় পর্যায়ে "ভারতীয় আগ্রাসন প্রতিরোধ কমিটি" গঠন করতে হবে। জরুরী ভিত্তিতে বিএমএ স্পেশাল কোর্সের মাধ্যমে বাহিনীগুলোতে অফিসার নিয়োগ দিতে হবে, ভারতের বিরুদ্ধে প্রস্তুতির অংশ হিসেবে। সমস্ত নৌ, বিমান, স্থলবন্দর ও জাতীয় মহাসড়কসমূহ "রিজনেবল একোমোডেশন এন্ড রিএলাইনমেন্ট"-এর ভিত্তিতে প্রস্তুত করতে হবে। বাংলাদেশ পুলিশের সদস্যদের যুদ্ধকালীন ব্যবস্থাপনার জন্য প্রস্তুত করতে হবে। প্যারামিলিটারি বাহিনীগুলোকে নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে হবে। বিএনসিসি, স্কাউট, কমিউনিটি পুলিশকে প্রস্তুত করতে হবে। হাইস্কুল, কলেজ, বিশ্বিবদ্যালয়ের ও মাদ্রাসা র শিক্ষার্থীদের শর্ট মিল...