নৌকাকে টা টা বলে দিন
- নুরুল মোস্তফা কামাল জাফরী
--মাইক্রোব্লগার এবং সম্পাদক, TOT - The Oriental Tone



কেউ মুম্বাইয়ের বিলাসবহুল ফ্ল্যাটে সুখ নিদ্রা আর সন্ধ্যা হলে অভিজাত ক্লাবে চুরুট খেতে খেতে টেবিল টেনিস খেলছে। গভীর রাতে পানশালায় বুঁদ হয়ে, নর্তকীর নুপুরের তালে তালে দুলছেন। কেউ আবার কলকাতার সলট লেকের ঝকঝকে মার্বেল পাথরের আলিশান ফ্ল্যাটে পেতেছেন নতুন সংসার।
কেউ কেউ কানাডার বেগম পাড়া আর ইউরোপ আমেরিকায় স্নো ফল উপভোগ করছেন। সমূদ্র পাড়ে ধোঁয়া ওঠা কফির মগে চুমুক দিতে দিতে রোম্যান্সভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে প্রেয়সির দিকে। লুটপাট আর দুর্নীতির অঢেল অর্থ দিয়ে বিদেশে রাজপূত্রের জীবনযাপন করছেন পলাতকরা।
তাদেরই ফিরিয়ে এনে আবার ক্ষমতায় বসাতে গুলির সামনে বুক পেতে দিচ্ছেন আপনারা? তারা আবার ক্ষমতায় বসলে, আবারও একই কাজ করবে। আর আপনি? কার জন্য প্রাণ দিলেন, যারা আপনার কথা একবারও না ভেবে নিরাপদে চলে গেল?
আপনার পরিবারই টের পাচ্ছে হারানোর বেদনা। আপনার কোলের ছোট্ট শিশু, বৃদ্ধ মা বাবা, প্রিয়তমা স্ত্রীর কথা একটু ভাবুন। ওরা বিদেশে বসে আপনাকে উস্কাচ্ছে, আপনার লাশের উপর ভর করে আবার ক্ষমতায় বসতে চায়, কিন্ত আপনার পরিবারকে আপনি কার জিম্মায় রেখে যাচ্ছেন? আপনার সন্তান মানুষ হবে তো? বাবা মায়ের মুখে দু'বেলা ভাত জুটবে তো?
রাজনীতির বলি হইয়েন না ভাই। ওরা আপনার কথা ভাবলে, রাইখা পালাইতো না। বিদেশেও ধনাঢ্য-বর্ণাঢ্য-রুপাঢ্য-মদাঢ্য জীবন চলছে। কোন কিছুর কমতি নাই, কেননা আপনারে ঢাল কইরা এতোদিন টাকা পাচার করছে৷ আপনি তখনও মাইর খাইছেন, এখনও মরছেন, ওরা আসলেও আপনার ভাগ্য বদলাবে না। প্রিয় সন্তানটার ভবিষ্যতের কথা চিন্তা কইরা হইলেও, ওদের কথায় নাইচেন না।
Comments
Post a Comment