🟥"ফিফথ আগস্ট ডকট্রিন" উপস্থাপনের নিমিত্তে "অনলাইন মিট দ্যা প্রেস" 🟩"Online Meet the Press" to present "5TH AUGUST DOCTRINE" 📌20 August 2025 🕒8 PM Bangladesh Standard Time 🔗YouTube Live, link- https://youtube.com/live/MKdYgwaKz5g?feature=share 🎤presented by Nurul Mostafa Kamal Zafari, PMP CPMS, CPgMS, SRMP-C, SRMP-R Editor, TOT World 📞 01703-193479 📧nmkzafari@gmail.com 🖊️Journalists, social media activitists, & influencers are cordially invited. 🖋️সাংবাদিক, সামাজিক মাধ্যম কর্মী, এবং ইনফ্লুয়েন্সারসহ সবাই আমন্ত্রিত।
মুজিববাদ মুর্দাবাদ - নুরুল মোস্তফা কামাল জাফরী, সম্পাদক, TOT - The Oriental Tone বিএনপি'র প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান (শহীদ জিয়া) প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপালগঞ্জে গিয়েছিলেন সমাবেশ করতে। পারেন নাই। গোপালগঞ্জে প্রবেশের সময় শহরের প্রধান প্রবেশ পথে স্থানীয় আওয়ামীপন্থী জনতা মানবপ্রাচীর তৈরি করে জেনারেল জিয়াউর রহমানের গাড়িবহর থামিয়ে দেয়। উত্তেজিত লীগের সমর্থকেরা শহীদ জিয়াকে উদ্দেশ্য করে 'ঘাতক', 'বঙ্গবন্ধুর খুনি' ইত্যাদি বলতে থাকে। মঞ্চ প্রস্তুত থাকলেও প্রেসিডেন্ট জিয়াউর রহমান বক্তব্য দিতে পারেন নাই। যে জায়গায় জনসভা হবার কথা ছিল, প্রেসিডেন্ট জিয়া সেখানে উপস্থিত হলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চারদিক। বিক্ষোভকারীরা মাইক ছিনিয়ে নেয় এবং মঞ্চ ভাঙচুর করে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরসঙ্গী নিরাপত্তা দল দ্রুত তাকে ঘিরে বেস্টনি তৈরি করে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার যোগে এসে সভাস্থলে অপারেশন চালিয়ে জনাব প্রেসিডেন্টকে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জ থেকে খুলনায় নিয়ে যান। এরশাদের ঘটনাও প্রায় একই। রাষ্ট্রপতি থাকা অবস্থায় হুসেইন মুহাম্মদ এরশা...