Skip to main content


"Corruption is a disease that needs early prevention, detection, and punishment. Governments have great responsibilities. The first giant step in stopping corruption is the institutionalization of democracy. Democratic values are needed to be kept in the center of open and participatory actions taken by the governments, companies, firms, and organizations."
- Nurul Mostafa Kamal Zafari, PMP, CPMS, SRMP | Executive Director, IIPM, IIMETSD, & CREM | www.iipmeducation.org
> IIPM (International Institute of Project Management), IIMETSD (International Institute of Multidisciplinary Education, Training & Skill Development) & CREM (Child Rights Education Movement).
> Social and research ID links of the author:
Line: nmkzafaripmp
WhatsApp: +8801888422751

Comments

Popular posts from this blog

মার্কস দেবতার জীবন ও কর্ম

মার্কস দেবতার জীবন ও কর্ম নুরুল মোস্তফা কামাল জাফরী ... আমরা যারা মার্কসবাদী, নিজেদের মার্কসের অনুসারী বলে পরিচয় দেই — আমরা মার্কসের অনুসারী একারণে নই যে তিনি অসামান্য প্রতিভাধর ব্যক্তি ছিলেন। কারণ মানব ইতিহাসে আরও অনেক অসামান্য প্রতিভাধর ব্যক্তি আবির্ভূত হয়েছেন। আমরা মার্কসবাদী এজন্য যে, একমাত্র মার্কসই আমাদের সঠিক ও বিজ্ঞানভিত্তিক পথ দেখিয়ে গেছেন। এই পথ যে শুধুমাত্র পৃথিবীকে বদলে দেবে তা নয়, একইসাথে আমাদেরকেও একটি উচ্চতর সাংস্কৃতিক ও নৈতিক স্তরে নিয়ে যাবে। মার্কস না হয়ে অন্য কেউ যদি এ কাজ করতেন, তবে আমরা তাঁরই অনুসারী হতাম। মার্কসের যুগান্তকারী অবদানকে বুঝতে গেলে মনে রাখতে হবে যে, মার্কসের আগে অন্যান্য দর্শনগুলো ছিল সামাজিক সংগ্রামের সঙ্গে সংযোগবিহীন। এই সমস্ত দর্শন শুধুমাত্র পৃথিবীকে ব্যাখ্যা করেছে। আর যেহেতু এ সমস্ত দর্শনই ছিলো ব্যক্তির নিজ নিজ উপলব্ধি এবং কল্পনা থেকে সৃষ্ট — তাই এগুলো সবই মূলত ভাববাদী। মানুষের ইতিহাসে কার্ল মার্কসই সর্বপ্রথম সমাজবিজ্ঞান ও প্রকৃতিবিজ্ঞানের নানান শাখা হতে বস্তুজগৎ এবং সমাজ-সম্পর্কিত যে বিশেষ জ্ঞানসমূহ অর্জিত হয়েছে তাদের মধ্যে আন্তঃসম্পর্ক স্থ...

মুজিববাদ মুর্দাবাদ

  মুজিববাদ মুর্দাবাদ - নুরুল মোস্তফা কামাল জাফরী, সম্পাদক, TOT - The Oriental Tone বিএনপি'র প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান (শহীদ জিয়া) প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপালগঞ্জে গিয়েছিলেন সমাবেশ করতে। পারেন নাই। গোপালগঞ্জে প্রবেশের সময় শহরের প্রধান প্রবেশ পথে স্থানীয় আওয়ামীপন্থী জনতা মানবপ্রাচীর তৈরি করে জেনারেল জিয়াউর রহমানের গাড়িবহর থামিয়ে দেয়। উত্তেজিত লীগের সমর্থকেরা শহীদ জিয়াকে উদ্দেশ্য করে 'ঘাতক', 'বঙ্গবন্ধুর খুনি' ইত্যাদি বলতে থাকে। মঞ্চ প্রস্তুত থাকলেও প্রেসিডেন্ট জিয়াউর রহমান বক্তব্য দিতে পারেন নাই। যে জায়গায় জনসভা হবার কথা ছিল, প্রেসিডেন্ট জিয়া সেখানে উপস্থিত হলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চারদিক। বিক্ষোভকারীরা মাইক ছিনিয়ে নেয় এবং মঞ্চ ভাঙচুর করে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরসঙ্গী নিরাপত্তা দল দ্রুত তাকে ঘিরে বেস্টনি তৈরি করে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার যোগে এসে সভাস্থলে অপারেশন চালিয়ে জনাব প্রেসিডেন্টকে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জ থেকে খুলনায় নিয়ে যান। এরশাদের ঘটনাও প্রায় একই। রাষ্ট্রপতি থাকা অবস্থায় হুসেইন মুহাম্মদ এরশা...

নৌকাকে টা টা বলে দিন - নুরুল মোস্তফা কামাল জাফরী

  নৌকাকে টা টা বলে দিন - নুরুল মোস্তফা কামাল জাফরী --মাইক্রোব্লগার এবং সম্পাদক, TOT - The Oriental Tone কেউ মুম্বাইয়ের বিলাসবহুল ফ্ল্যাটে সুখ নিদ্রা আর সন্ধ্যা হলে অভিজাত ক্লাবে চুরুট খেতে খেতে টেবিল টেনিস খেলছে। গভীর রাতে পানশালায় বুঁদ হয়ে, নর্তকীর নুপুরের তালে তালে দুলছেন। কেউ আবার কলকাতার সলট লেকের ঝকঝকে মার্বেল পাথরের আলিশান ফ্ল্যাটে পেতেছেন নতুন সংসার। কেউ কেউ কানাডার বেগম পাড়া আর ইউরোপ আমেরিকায় স্নো ফল উপভোগ করছেন। সমূদ্র পাড়ে ধোঁয়া ওঠা কফির মগে চুমুক দিতে দিতে রোম্যান্সভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে প্রেয়সির দিকে। লুটপাট আর দুর্নীতির অঢেল অর্থ দিয়ে বিদেশে রাজপূত্রের জীবনযাপন করছেন পলাতকরা। তাদেরই ফিরিয়ে এনে আবার ক্ষমতায় বসাতে গুলির সামনে বুক পেতে দিচ্ছেন আপনারা? তারা আবার ক্ষমতায় বসলে, আবারও একই কাজ করবে। আর আপনি? কার জন্য প্রাণ দিলেন, যারা আপনার কথা একবারও না ভেবে নিরাপদে চলে গেল? আপনার পরিবারই টের পাচ্ছে হারানোর বেদনা। আপনার কোলের ছোট্ট শিশু, বৃদ্ধ মা বাবা, প্রিয়তমা স্ত্রীর কথা একটু ভাবুন। ওরা বিদেশে বসে আপনাকে উস্কাচ্ছে, আপনার লাশের উপর ভর করে আবার ক্ষমতায় বসতে চায়, কিন্ত আপন...